ছাত্র শিবিরের উদ্যোগে প্রথম বারের মতো দুই দিন ব্যাপী প্রকাশনা,প্রচার ও নতুন উদ্যমী তরুণ সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে বরগুনা সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে।। ২২ জানুয়ারি সকাল,১০টায় একাডেমীক ভবনের সামনে এ উৎসব শুরু হয়। ২দিন ব্যাপী এ উৎসব ২৩এ জানুয়ারি সন্ধা ৫ টায় শেষ হয়। ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবে রয়েছে জুলাই বিপ্লব থিমে ৩পাতার ক্যালেন্ডার, ডাইয়েরী,আল-কুরাআন, ইসলামি আকিদার বই সহ নানান প্রকাশনা সমূহ । ছাত্র শিবিরের প্রকাশনা স্টলে বরগুনা সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে ঘুরে দেখছেন।কিনে নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের বইটি। স্টল দেখতে এসে সাধারন শিক্ষার্থীরা বলেন, এমন প্রকাশনা উৎসব আরো বেশি বেশি আয়োজন করা উচিত। উক্ত উৎসবে ইসলামি ছাত্র শিবির সম্পর্কে জানান হবে। প্রকাশনা উৎসবের স্টলের সামনে টেবিল রাখা হয় যেখানে শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে। ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত উৎসবে আগত সকলের জন্য বিশেষ দৃষ্টি কেরেছে ""জন্মভূমি অথবা মৃত্যু "" এর ব্যানার। সবাই নিজের পছন্দের বই নিয়ে মেতে উঠেছিল ছবি তোলায়। প্রকাশনা উৎসব নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় " শেখ হাসিনা সরকারের দমন - পীড়ন নীতির কারনে বিশ্ববিদ্যালয়ে গত ১৫- ১৬ বছর এমন শিক্ষামূলক আয়োজন করা সম্ভব হয় নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়েই সকলের জন্য এমন উন্মুক্ত আয়োজন করা হয়েছে৷ আপনারা আমাদের স্টলে আসুন। জানুন ছাত্রশিবির সম্পর্কে। আমাদের কর্মকান্ড সম্পর্কে। " আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, "বিশ্ববিদ্যালয়ের পাঠক সমাজ শিক্ষক-শিক্ষার্থী আফসোস করেন আমাদের প্রকাশনা গুলো না পেয়ে। জুলাই বিপ্লব নিয়ে আমাদের প্রকাশনায় রয়েছে তিন পাতার ইংরেজি ক্যালেন্ডার। জুলাই বিপ্লবের নিহত শিক্ষার্থীদের তালিকাসহ অন্যান্য প্রকাশনা। সমাপনীতে জেলা সভাপতির উপস্থিতিতে দোয়া মোনাজাত পরিচালনা হয়।