বরিশালে সরকারি জমি দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে। সদর রোড বিবির পুকুড়ের পূর্ব পাড়ে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নগর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সচেতন মহল।
মোস্তফা কামাল খানের দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বরিশাল সিটি করপোরেশনের আওতায় ৯ নম্বর ওয়ার্ডের বিবির পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত প্রাক্তন জেলা প্রশাসকের স্ত্রী নামে নির্মিত জাহানারা হল ঘেঁষে অবৈধ ভাবে টয়লেট ও ভারী স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি এ ধরনের জঘন্য কাজ উভয় পার্শ্বে টিনের বেড়া দিয়ে রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। ১নং খতিয়ানভুক্ত জমিতে এ ধরনের নির্মাণ কাজ অবৈধ ভাবে চলমান থাকায় স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার মিয়া বলেন, ডিসির কাছ থেকে অনুমতি নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মসজিদের একাধিক মুসুল্লি বলেন, এই মসজিদে যারা নামাজ পড়ে তারা বেশি ভাগই পথচারী। অনেকে জানেই না। এই মসজিদ জনগণের পথ চলাচলের রাস্তা দখল করে ২ বছর আগে মসজিদের বারান্দা নির্মাণ করেছে। এখন আবারও সরকারি জমি দখল করে আবারো নির্মাণ কাজ চলমান রেখেছে।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছি। সরকারি জায়গায় অনুমতি ছাড়া কেউ স্থাপনা নির্মাণ করতে পারে না। যদি কেউ অনুমতি ছাড়াই কাজ চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”