চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পি.বি সড়কের তৈলারদ্বীপ সেতুর টোল আদায় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাঁশখালী ও পেকুয়া উপজেলাবাসীর পক্ষে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, শিগগিরই এই সেতুতে আর টোল দিতে হবে না।
সভায় বাঁশখালীর কৃতি সন্তান ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, সচেতন ছাত্র সমাজ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ বাঁশখালীবাসীর পক্ষে জোরালো ভূমিকা রাখেন।
ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী আজকের সভায় সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ইজারা গ্রহণকারী ঠিকাদারকে প্রদত্ত অর্থের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন এবং উল্লেখ করেন যে, ইজারার বকেয়া টাকা সাবেক ডামি এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর কাছ থেকে আদায় করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "টোল আদায় করা যাবে না, বাঁশখালী-পেকুয়ার সাধারণ মানুষকে আর হয়রানি করা হবে না।"
স্থানীয় জনগণ, পরিবহন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।