আজ ২১শে এপ্রিল সোমবার বাংলাদেশ জামাত ইসলামের মুন্সিগঞ্জ ১শ্রীনগর সিরাজদিখান এর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি শ্রীনগর উপজেলার এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সকাল দশটার সময় ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আছেন। এ সময় তিনি অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন এবং আজকের ছাত্র আগামী দিনের জাতি গঠনের কর্ণধার এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেন। সকল অভিভাবকের কাছে তিনি তাদের সন্তানদের জন্য কিছু পরামর্শ ও পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা করেন। এছাড়া তিনি ন্যায়ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করেন। এরপর শ্রীনগর সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে জান সেখানেও তিনি অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। তারপর শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন। বেলা বারোটা নাগাদ রাড়িখাল স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউ এই কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমির হিজির আব্দুস সালাম ও মুন্সিগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য ডাক্তার আব্দুল লতিফ হাওলাদার । এছাড়া শ্রীনগর উপজেলা ও ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।