রাজশাহীর বাঘায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় অভিযুক্ত সুমন আহম্মেদ কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার ( ২ মে) রাত্রি আনুমানিক সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন আহম্মেদ (২৯) বাঘা পৌরসভার চক নারায়নপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
ঘটনা ও অভিযোগ সূত্রে জানা যায়, বাঘা পৌরসভার চকনারায়নপুর গ্রামের গোলাম কোম্পানীর বাড়ীর পশ্চিম পার্শে পাকা রাস্তা হতে গত ২৪ এপ্রিল বিকেলে মোঃ মাহিন আহমেদ (১৮) ও মোঃ মিনারুল মধু (২০) নামের ২জন কে সুমন আহম্মেদ সহ কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে পরিবারের নিকট থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ঘটনার দিন ভিকটিমকে ছেরে দিলেও তাদের মোটরসাইকেল ও মোবাইল ফোন অপহরণকারীরা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা আশরাফ আলী বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেন। মামলা নং-৩২, জিআর নং-১১৭, তারিখ- ২৬বএপ্রিল, ২০২৫, ধারা-১৭০/৩২৩/৩৬৫/ ৩৮৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
অপহরণকৃতরা হলেন, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মাহিন ইসলাম মোহন ও পার্শ্ববর্তী লালপুর উপজেলার নওপাড়া এলাকার মোঃ কুতুব আলীর ছেলে মিনারুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: সিফাত রেজা জানান, গোপন তথ্যের ভিত্তি তে ওসি স্যারের দিকনির্দেশনায় আমি সহ সঙ্গীয় ফোর্স মোহাম্মদ আলী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ মোজাহারুল ইসলাম, ড্রাইঃ মোঃ আঃ হাদি কে নিয়ে আমার নেতৃত্বে গত ২৮ এপ্রিল তারিখে উপজেলাধীন মীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ পরিচয় ও অপহরণ কারীদের মধ্যে ১নং আসামী সুমন কে আটকের চেষ্টা কালে ভিকটিমের থেকে চুরি কৃত মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে আমরা লাল রং এর ১৫০ সিসি পালসাল মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে শুক্রবার(২ মে ২০২৫)ভরাত আনুমানিক সারে ১০ টার দিকে মামলার এজাহারনামীয় চক নারায়নপুর গ্রামের মোঃ আব্দুল রাজ্জাক এর ছেলে ১নং আসামী মোঃ সুমন আহম্মেদ(২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে তার দেহ তল্লাশী করে আসামীর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে মামলার বাদীর ছেলের (ভিকটিম) মোঃ মাহিম আহমেদ মোহন এর নিকট হতে চুরি করা ০১ (এক) টি SAMSUNG GALAXY S23 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ডিবি পরিচয়ে অপহরণের ঘটনায় ১টি মামলা হয়েছে।অভিযুক্ত অপহরণকারীদের মধ্যে প্রধান আসামী মোঃ সুমন আহমেদ কে গ্রেপ্তার করা হয়েছে। এবং আসামি কে আজ শনিবার ৩ মে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।