প্রায় ১ যুগ পর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে । নির্বাচনে সভাপতি পদে ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব নজরুল ইসলাম সিকদার তার নিকটতম প্রার্থী সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট । অপর দিকে সাধারণ সম্পাদক পদে ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশিদ তার নিকটতম প্রার্থী ওবায়দুর রহমান শাওন পেয়েছেন ২৬২ ভোট । অন্যদিকে সহ-সভাপতি পদে আব্দুর রউফ এবং কোষাধ্যক্ষ পদে মাওলানা মোখলেছুর রহমান বিজয়ী হয়েছেন । ১৫ ই জানুয়ারী রোজ মঙ্গলবার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহন চলে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত । এ সময় আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল ৩০ জন পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন । ভোটগ্রহন গননা শেষে রাত ৮ টায় নির্বাচিতদের নাম যৌথভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ জুনাব আলী ।