আজ রোজ বুধবার ১৬ এপ্রিল ২০২৫ তারিখ, বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে একটি বরফকলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় উক্ত বরফকলে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন; স্যাকারিন,অঅনুমোদিত রং এবং ক্যামিক্যাল ব্যাবহার এবং ভুয়া লেবেল/প্যাকেট ব্যবহার করে জনগণকে প্রতারিত করার অপরাধে একটি মামলায় ১ জনকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উৎপাদিত আনুমানিক ১৩,০০০ পিস আইসক্রিম বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) জনাব কামরুন্নাহার তামান্না। অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর, বাবুগঞ্জ, জনাব শেখ মোহাম্মদ জাকির হোসাইন এবং বাবুগঞ্জ থানার একটি চৌকস পুলিশ টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
বাবুগঞ্জ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।