চট্টগ্রামের বাশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া দারোগা বাড়ির কিছু স্বৈরাচারের মদদ পুষ্ট সন্ত্রাসী এখনো এলাকায় ত্রাশ সৃষ্টি করে যাচ্ছে

চট্টগ্রামের বাশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের  নাটমুড়া  দারোগা বাড়ির কিছু স্বৈরাচারের মদদ পুষ্ট সন্ত্রাসী এখনো এলাকায় ত্রাশ সৃষ্টি করে যাচ্ছে। বিগত স্বৈরাচার সরকারের সময় থেকে ‌বাকের আলী চৌধুরী বাড়ির বসত ভিটা জবর দখল করার জন্য তারা  তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এবং নিয়ে বারবার প্রচেষ্টা চালায়। বিগত  ফ্যাসিস্ট সরকারের সময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ঘরে কেউ না থাকা সুযোগ নিয়ে নারীদের উপর আক্রমণ এবং প্রায় দুই শতক বসত ভিটা জবর দখল করে নেয়। স্বৈরাচারের পতনের পর আমার আইনের আশ্রয় নিলে প্রশাসন বাকের আলী চৌধুরী বাড়ীর  দখলকৃত জায়গা সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে উদ্ধার করে দেয়।  এর পর থেকে ওরা আমাদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল।০৯/০৪/২০২৫ইং যখন জলাবদ্ধতা নিরসনের জন্য বাঁকের আলী চৌধুরী বাড়ীর  ভিটা ভরাটের কাজ চলছিলো তখন নাজিমউদ্দীন (নাজিক্কা) এর নেতৃত্বে কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ বাকের আলী চৌধুরী বাড়ীর বসত ভিটায় প্রবেশ করে এবং বাসাীন্দাদের উপর অতর্কিত হামলা করে। হামলার সময় এলাকাবাসী এগিয়ে আসলে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে পালিয়ে যায়। ।
উক্ত ঘটনার পর ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেই।এর পরও  বাকের আলী চৌধুরী বাড়ীর লোকজনকে হুমকি-ধমকি দিয়েই যাচ্ছে,এমন প্রাণ নাশেরও  হুমকি দিচ্ছে । 
এবিষয়ে বাকের আলী চৌধুরী বাড়ীর বাসিন্দারা জানান" আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনগতভাবে মোকাবেলা করবো"
তবে, হামলাকারীরা বলে বেড়ান যে,থানা পুলিশ তাদের হাতের মুঠোয়, এবিষয়ে জানতে চাইলে কেউ মতামত দেন নি।
এ যেন জোর যার মুল্লুক তার!