আজ ২১ এপ্রিল ২০২৫ রোজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর নিশ্চিতপুর গ্রামে অবস্থিত রপ্তানি মূখী পোশাক শিল্প কারখানা লিবাস টেক্সটাইল লিমিটেড এর বাৎসরিক ছুটির টাকার (২০২৪) দাবিতে শ্রমিক আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে শ্রমিকরা একপর্যায়ে প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করে। কয়েক জন কে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরবর্তীতে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। শ্রমিকদের দাবি আগামী ২২ শে এপ্রিল রোজ মঙ্গলবার বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করতে হবে এবং কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৩০ শে এপ্রিল এ বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করা হবে। বাৎসরিক ছুটির টাকা পরিশোধের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি আগামী কাল অফিস টাইমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।