বুধবার সন্ধ্যা ৭ টা ৪০ এর দিকে রাজধানীর পল্লবীর বি ব্লকের ১৪৪ নাম্বার বাসায় বন্ধ একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। মূলত গাড়ির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। গাড়ির নাম্বার ঢাকা মেট্র- গ ২৭-২৭১৪। খোজ নিয়ে জানা গেছে গাড়িটি ১৪৪ নাম্বার বাড়ির মালিকের। গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে যানা যায় তিনি ইফতারের আগে বাসায় এসে গাড়ি বন্ধ করে রেখে যান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বাড়ির মালিক জজ আঃ আলীম।
বাড়ির বাসিন্দা একজন জানান, উনারা তারাবিহ নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।  বাসার একজন সদস্য (নিচ তলায়) ড্রইং রুমে আসেন বসে বিশ্রামের জন্য। তখন তিনি পোড়া গন্ধ পান এবং জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখেন গাড়ির ইঞ্জিনের মধ্যে দিয়ে দোয়া বের হচ্ছে সেই সাথে আগুন দেখা যায়। পরবর্তীতে সবাই বিষয়টি জানতে পারলে আশপাশের স্থানীয় বাসা বাড়ির লোকজনের সহযোগীতায় পানি, ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। তাৎক্ষনিক খবর পেয়ে মিরপুর ১০ ফায়ার স্টেশনে ১ টি ইউনিট দ্রুত ঘটনস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রাথমিকভাবে গাড়ির ইঞ্জিনের ওভার হিটের কারণে অথবা ব্যাটারি বা ইঞ্জিনের কোন ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন।