জামালপুর জেলা মেলান্দহ উপজেলায় বালুআটা গ্রামের মৃত ফিরুজ মিয়ার ছেলে মোঃ:রাজন মিয়া। দির্ঘ  দিন ধরে ইউনিয়ন পর্যায়ে   দলের নেতৃত্ব দিয়ে আসছে ।গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, থেকেই চাঁদা, বাজি, সন্ত্রাসী ও নিরিহ মানুষ দের বাড়ি থেকে উচ্ছেদ ইত্যাদি কাজ করে আসছে। তার এসব রোধের শিকার সেই এলাকার মোঃ: বিদ্যুৎ এর পরিবার এখন বাড়ি ছারা ।  মোঃ রাজন তার ব্যক্তিগত আক্রোশে তার দলীয় কিছু সন্ত্রাসী লোক দ্বারা মোঃ বিদ্যুৎ য়ের বাড়িতে হামলা ও লোপাট চালায় এবং বিদ্যুৎ এর পরিবার কে পরিবারকে বাড়ি ছাড়া করে এবং হত্যার হুমকি প্রদর্শন করে। এবং মেলান্দহ থানায় একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে। এখন বর্তমানে এই নেতার ও নেতার পরিবারের লোকের দাপটে। বিদ্যুৎ য়ের পরিবার নিজ বাড়িতে ফিরতে পারছে না।