বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতের রেলি ও নতুন অফিস উদ্বোধন।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে এক বিশাল  র ্যালি  বের করে। র ্যালিটি সিও অফিস মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন কাপড়িয়া পট্টিতে জেলা জামায়াতের অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর পুরাতন কাপড়িয়া পট্টিতে নতুন অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। পথসভায় জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টায় বাইপাস সড়কস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে এক বিজয় র‌্যালী শুরু হয়। র‌্যালিতে ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি সেখান থেকে সিও অফিস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাপড়িয়া পট্টিতে তাদের নিজস্ব জেলা কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে আয়োজিত এক আলোচনা সভায়  বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট  সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।