ইজরায়েল বিরোধী সম্মিলিত জাগ্রত জনতার জনসভায় ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তির মাধ্যমে ফিলিস্তিনের পাশে ধারানো আহবান জানান বিজয়নগর উপজেলাবাসী। 

১৯ এপ্রিল শনিবার বিকালে উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়নগর উপজেলাবাসী ব্যানারে আয়োজিত "কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন" শ্লোগানে কয়েক হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন। 

এই জনসভা থেকে মুসলিম বিশ্বের প্রতি ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী গণহত্যা ও ধারাবাহিক ভাবে হামলার বিরুদ্ধে বিশ্ব মুসলিম জনতার ঐক্যবদ্ধ হওয়ার দাবী জানানোর পাশাপাশি ইজরায়েল ও তাদের সহযোগিতাদের বয়কট করে একঘরে করার আহবান জানান।

এসময় বর্তমান অন্তর্তর্তীকালীন সরকারের কাছে চার দফা দাবীর মাধ্যমে ইজরায়েল ও তাদের দোষের সাথে সকল চুক্তি বাতিল, তাদের সাথে সকল সম্পর্ক বাতিল ও ফিলিস্তিনের পক্ষে আনুষ্ঠানিক ভাবে দাড়ানো ঘোষণা প্রদান করা হয়। 

বিজয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে ও বিজয়নগর উপজেলাবাসীর পক্ষ থেকে বিশ্ব মুসলিম সমাজ, বাংলাদেশের অন্তর্বর্তীন সরকার ও নিজেদের প্রতি আহবান জানিয়ে ঘোষণাপত্র পাঠ করেন, জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান ও দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ। 


বিজয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রব এর দোয়ার মাধ্যমে বিজয়নগর উপজেলাবাসী ব্যানারে আয়োজিত "কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন" এর সমাবেশ সমাপ্ত করা হয়।