সাক্ষাতের মূল লক্ষ্য ছিল কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলের বিদ্যমান রেললাইনের সংস্কার, কিশোরগঞ্জ ও সিলেটের মধ্যে আন্তঃনগর ট্রেন চালু, ভৈরব- ময়মনসিংহ লাইনে একটি কমিউটার ট্রেন চালু,গত ২৬-০৭-২০২৫ ইং তারিখে জারিকৃত একটি পরিপত্রের মাধ্যমে বিজয় ট্রেন অলাভজনক ঘোষণা করে বন্ধ করার ঘোষণা দেওয়ায় জেলা আমীর এই উদ্যোগ না নেওয়ার জন্য ডিজি আফজাল হোসেনকে
অনুরোধ করেন । ডিজি আফজাল হোসেন জেলা আমীরের সকল দাবি যৌক্তিক বলে ঐক্যমত পোষণ করেন। তিনি বিজয় ট্রেন কখনো বন্ধ হবে না বলে আশ্বস্ত করেন।