বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের উপর ই'সরাইলিদের হামলার প্রতিবাদে সাপাহার উপজেলার বিএনপির উদ্যোগে ইসরাইলি পণ্য বর্জন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় জিরোপয়েন্ট মুক্ত মঞ্চের সামনে সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য নওগাঁ ১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশি এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন। অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান বাবু চৌধুরী,সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন,সাপাহার উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক জুয়েল হক,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা যুবদল নেতা শামিম আহমেদ খোকন, শহিদুল ইসলাম, আল মামুন,কামল, বাবু,সাদ্দাম, কাওছার আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজিদুল ইসলাম, শাহ- জালাল, ময়নুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, রিপন হাসান প্রমুখ।
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে সাপাহারে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় সকল ইসরাইলি পণ্য বর্জন করে প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।