ইসরায়েল কতৃক গাজাবাসীর উপর ইতিহাসের বর্বরতম হ*ত্যাকাণ্ডের প্রতিবাদে কাহারোল আমতলায় আল-আজহার ইসলামিক একাডেমি এর প্রতিবাদ মিছিল ও গায়েবানা নামায অনুষ্ঠিত হয়েছে

ইসরায়েল কতৃক গাজাবাসীর উপর ইতিহাসের বর্বরতম হ*ত্যাকাণ্ডের প্রতিবাদে কাহারোল আমতলায় আল-আজহার ইসলামিক একাডেমি এর প্রতিবাদ মিছিল ও গায়েবানা নামায অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১.৩০ মিনিটে বিভিন্ন শ্লোগানে ফিলিস্তিনির পক্ষে সমর্থন জানিয়ে একাডেমির আঙ্গিনা থেকে আরাম্ভ হয়ে বাজারের বিভিন্ন রাস্তা ঘুরে  আমতালা মোড়ে প্রতিকি গায়েবানা জানাযা নামাযের মধ্যে দিয়ে শেষ হয়। 
এসময় কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে ইসরাইলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন শ্লোগান যেমন 
My love my love
Palestine Palestine
My love my love
Al-Aqsa  Al-Aqsa
বিশ্ব মুসলিম অস্ত্র ধরো,
ইসরায়েল খতম করো।
বিশ্ব মুসলিম অস্ত্র ধরো,
ফিলিস্তিন স্বাধীন করো  ইত্যাদি সম্বেলিত প্লাকাড এবং শহীদ  শিশু সন্তানের প্রতিকি লাশের ছবি দেখা যায়।
 বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক, জাকিরুল ইসলাম,ব্যাবস্থা পরিচালক আমিনুল ইসলাম সহ একডেমির সকল শিক্ষক ও শিক্ষিকা। 
জাকিরুল ইসলাম বলেন, জালিম জায়েনবাদ ইজরায়েলের হাত থেকে অতিদ্রুত ফিলিস্তিনির মুসলিমদেরকে উদ্ধার করতে হবে। তাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। 
মিছিল শেষে প্রতিকি গায়েবানা জানাযার নামায  অনুষ্ঠিত হয়। নামায পড়ান ষষ্ঠ শ্রেনির ছাত্র মোহাঃ জিহাদ।