মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় বীরগঞ্জ উপজেলার সদরের পৌর শহরের গোলাপগঞ্জ মোড় এলাকার অবস্থিত বসতবাড়িতে
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার গফুরগাঁও এলাকার মমিনুল ইসলামের আলীর ছেলে ইনজামামুল হক ওরফে পায়েল (৩৫) তার স্ত্রী রিমু আক্তার(২৭) এবং পৌরসভার ২নং ওয়ার্ডের রাশেদুল ইসলামের মেয়ে পান্না আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়,গোলাপগঞ্জ মোড়স্থ বসতবাড়ি এবং দোকানে দীর্ঘদিন ধরে এ অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের যৌথ নেতৃত্বে একটি দল ওই বাড়িগুলোতে প্রায় ২ ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান চালায়।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল গফুর জানান, রিমু আক্তার (২৭) নামের এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড এবং ৬ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পান্না আক্তার নারীর নিকট ৭৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ১৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।