আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ,নিরপেক্ষ ওশান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে জাতীয় সমাবেশ সফল করার জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর মাওঃ ডাঃ আমিনুল ইসলাম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,নওগাঁ জেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, নওগাঁ জেলা শাখার ওলামা সভাপতি ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোস্তফা আল আমিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত ৩ নং পরানপুর ইউ’পি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ইলিয়াস খান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারি সেক্রেটারী রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রাকিব,উপজেলা কর্ম পরিষদ সদস্য ও যুব সভাপতি আব্দুল মালেক,তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল,মান্দা সদর ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নূরুল্যাবাদ ইউ’পি চেয়ারম্যান জায়েদুর রহমান,মান্দা পূর্ব শাখা শিবির সভাপতি রোমান ইসলাম ও পশ্চিম শাখার শিবির সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান বক্তা বলেন, বর্তমানে সারাদেশব্যাপী যে রাজনৈতিক পরিবেশ চলছে,তাতে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। আর সেকারণে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,জুলাইসহ সকল গণহত্যার বিচার,প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ষোষণাপত্র বাস্তবায়ন,জুুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন,পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যাবস্থা গ্রহণের দাবিতে আজকের এই আয়োজন।