গাজীপুরের শ্রীপুরে হঠাৎ কারখানার উৎপাদন বন্ধ রেখে বেআইনি ভাবে শ্রমিকদের ১৩ দফা দাবিতে ধর্মঘটের কারণে অনির্দিষ্টকালের জন্য কারখানার নিটিং সেকশনটি বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শনিবার বিকালে নিটিং সেকশনের শ্রমিকদের আন্দোলনের মুখে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড (সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার নিটিং সেকশনটি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সেকশন বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে ১৩ দফা দাবিতে নিটিং সেকশনের শ্রমিকরা সকাল থেকে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন করেন।তারা দুপুরের এক ঘণ্টা মধ্যাহ্নবিরতি (লাঞ্চ), যোগ্যতার ভিত্তিতে ৮০% শ্রমিককে সিনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি, রাতে খাবার পরিবেশন না করে নগদ টাকা প্রদান,সপ্তাহিক ছুটি দুই দিন কার্যকর, শতভাগ কোয়ালিটি ও প্রোডাকশন বোনাস প্রদান, উইন্ডিং মেশিন ডাবল করার দাবি, লোপ মেশিন প্রদান, টেকনিক্যাল সমস্যা সমাধান, মানবসম্পদ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ ১৩ দফা দাবি জানান তারা।
নাম প্রকাশ না করার শর্তে নিটিং সেকশনের একাধিক শ্রমিকরা জানান,বৃহস্পতিবার সকাল থেকে নিটিং সেকশনে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছি। আমাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়ায় শনিবার আবার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করা হয়। কতৃপক্ষ কাউকে না জানিয়ে কারখানার নিটিং সেকশন বন্ধ ঘোষণা করে।
মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন কে একাধিক বার ফোন করেও কোনো বক্তব্য পাওয়া যায় নি।
এসকিউ গ্রুপের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাহরিয়াত হোসেন বলেন, কাউকে না জানিয়ে অযৌক্তিক ও উদ্দেশ্যমূলকভাবে উৎপাদন বন্ধ করে এ সেকশনের শ্রমিকরা আন্দোলন করে। যা বেআইনি ধর্মঘটের শামিল। পরে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ১৩ (১)-মতে রবিবার থেকে কারখানার (নিটিং সেকশন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।