বরগুনার বেতাগীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার  টাকা জরিমানা করা হয়। 


গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৮.০০ টা সময় বেতাগী পৌরশহরের  যাদব দেবনাথ ও সমীর বিশ্বাসের মিষ্টির দোকানে এ 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  বিপুল সিকদার। 


অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ মিষ্টি রাখায় যাদব দেবনাথকে ১০ হাজার  এবং সমীর বিশ্বাসকে ২০ হাজার  টাকা জরিমানা করা হয়। এসময়ে দুটি দোকানে থেকে আনুমানিক ৭০ কেজি পঁচা খাবার জব্দ করা হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  বিপুল সিকদার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী রাখায় তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে  ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে, ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।