পেশাজীবি সাংবাদিকদের সংগঠন  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বেতাগী উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই)বিকাল ৫ টায় বেতাগী পৌরশহরের মুক্তিযুদ্ধো কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয় আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির বিদায়ী সভাপতি দৈনিক গনকন্ঠের এ নতুন কিমিটি ঘোষনা করেন।
কমিটিতে সভাপতি মোহাম্মদ হাসানবরিশাল ক্রাইমপ্রতিনিধি ও  মোঃ ফোরকান ইসলাম ইমরাতকে (বাংলাদেশের খবর) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির  ঘোষনা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন দৈনিক (রুপালী বাংলাদেশ) , যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সুজন (আমার সংবাদ) সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান রিজন (মাতৃভূমির খবর)প্রচার সম্পাদক ইমরান হোসেন (আজকের সুন্দরবন)দপ্তর সম্পাদক মোঃ রিপন (দেশবার্তা নিউজ), সাংস্কৃতিক সম্পাদক সৌরভ জোমাদ্দার (বাংলা দৈনিক), সদস্য
মিজানুর রহমান ডব্লিউ( আমার দেশ),মোহাম্মদ শাহাদাত হোসেন (গনকণ্ঠ)মেহেদী হাসান কোয়েল(কালবেলা),জামাল খান(আইটিভি)
দুলাল ফেরদৌস(বিশ্ব মিডিয়া) প্রমুখ।