মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, অনেক আত্মহতি, খুন-গুমের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি। ভারতের সেবা দাস আওয়ামী গোষ্ঠি অক্টোপাসের মত গিলে ধরেছিল।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, গণঅভ্যুত্থানের শহীদরে স্বপ্ন বাস্তবায়নে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না।
সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুদজ্জামান বদুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাঈদ প্রমুখ।