আমার পুলিশ, আমার দেশ
বৈষম্যহীন বাংলাদেশ এই প্রত্যয় নিয়ে শুরু হলো পুলিশ সপ্তাহ-২০২৫ 

আজ ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সস্থ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে দেখানো হয়। এসময় মাননীয় প্রধান উপদেষ্টা কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস ড্রিল শেডে উপস্থিত থেকে কেন্দ্রীয় অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি ও চট্টগ্রামস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।