বরগুনার আমতলী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সক্রিয় প্রতিনিধি হিসেবে যুক্ত থাকা চারজন ছাত্রনেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। এ সময় আমতলী উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (২৭ আগস্ট) সকালে আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্য সচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা ছাত্রদলে যোগদান করেন।
যোগদানকারী ছাত্রনেতারা হলেন: মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা এবং আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মাধ্যমে একটি আদর্শিক ও কার্যকর সমাজ গঠন সম্ভব নয় এ উপলব্ধি থেকেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খাঁন বলেন, “এসো হে নবীন, ছাত্রদলের পতাকার তলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও নীতিনিষ্ঠ ছাত্রসংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এই সংগঠন গণতন্ত্র, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন।তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার অন্যতম সূতিকাগার হলো ছাত্রদল। আদর্শবান, দেশপ্রেমিক ও সচেতন ছাত্রসমাজকে আমরা স্বাগত জানাই ছাত্রদলের ছায়াতলে। নতুন প্রজন্মের দায়িত্ব হচ্ছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা। ছাত্রদল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে, ইনশাআল্লাহ।”