ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে শেফালী নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে শেফালী নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৮ ঘটিকায় আশুগঞ্জ সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে আশুগঞ্জ উপজেলার তাল শহর পশ্চিমপাড়া থেকে ৩ কেজি গাজা, ১০ পিচ ইয়াবা, ২ বোতল স্কাপ ও ২টি স্মার্টফোন সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক শেফালী আশুগঞ্জ উপজেলার তাল শহর গ্রামের হাজী বাড়ির মানিক মিয়ার মেয়ে। এ বিষয়ে আশুগঞ্জ সেনা ক্যাম্পের কর্মকর্তা জানান, আসামি এবং মালামাল সবকিছু আশুগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।  আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে।