সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের জামাল মিয়া (৪২) নামের এক ব্যক্তি চাচাতো ভাইয়ের ইটের আঘাতে নিহত হয়েছেন।গতকাল শনিবার রাত সাড়ে আটটায় সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া খাঁটিহাতা গ্রামের সনু মিয়ার বড় ছেলে। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন। তাঁর বাবা সনু মিয়া ও চাচা লহু মিয়া মারা যাওয়ার সময় ছয় শতক ভিটেবাড়ি রেখে গেছেন। ওই বাড়িতে দুই ভাইয়ের ছয় ছেলে পরিবার নিয়ে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছয় ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় বাড়িতে একা ছিলেন জামাল মিয়া। লহু মিয়ার বড় ছেলে বাবুল মিয়ার নেতৃত্বে তাঁর ভাই ও পরিবারের সদস্যরা জামাল মিয়াকে মারধর করেন। একপর্যায়ে এক ভাই জামালের মাথায় ইট দিয়ে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় জামাল মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।