বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল আটক।
০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সময়০৩ঃ৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রহ্মনবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা-১,২০০ কেজি, ফুচকা-২,০৬৪ কেজি, জিলেক্ট ব্লেড-৫০,৪০০ পিস, কাবেরী মেহেদী-১,১২৮ পিস, পিকআপ-০১ টি আটক করতে সক্ষম হন। আটককৃত পিকআপসহ চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭৪ লক্ষ ০৬ হাজার ৯ শত ৬০ টাকা। এছাড়া সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৪৩,০০০/- (পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা মূল্যের ১,০৬৫ বোতল ইস্কফ, ১২ কেজি গাঁজা এবং ৫০ বোতল মদ আটক করা হয়।
আটককৃত পিকআপসহ চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা এবং মালিকবিহীন মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।