স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিয়েছেন। এতে তিনি লিখিত পরীক্ষায় অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের অফিসিয়াল ফেসবুক পেজে আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কিছু ছবি পোস্ট করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। দুই এক দিনের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭–১৮ ইং শিক্ষাবর্ষে ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।