ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আট্রাভাষড়া গ্রামে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী কে মারধরের অভিযোগ পাওয়া গেছে, অভিযোগ সূত্রে জানা যায় -ভাঙ্গা উপজেলার আট্রাভাষড়া গ্রামের প্রবাসী আওয়াল খানের স্ত্রী সুমি আক্তার কে একই বাড়িতে বসবাসরত লাখি বেগম তার স্বামী আতা মাতুব্বর ও ছেলে সাব্বির মাতুববর সহ পূর্ব শত্রুতার জের ধরে এলোপ্যাথারি ভাবে লাঠি সোটা দিয়ে আঘাত করে, এক পর্যায়ে লাখি বেগম ইট দিয়ে সুমি আক্তার এর পিঠ ও কোমরে আঘাত করলে, সুমি আক্তার মারাত্মকভাবে আহত হন। পারিবারিক সূত্রে জানা যায় :সুমি আক্তার এর ছেলে জুবায়ের খান (৭) কে একই বাড়ির লাখি বেগমের বখাটে ছেলে সাব্বির মাতুব্বর (১৭)মাঝে মাঝে মারধর করে, সুমি আক্তার এর প্রতিবাদ করলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে সুমি আক্তার কে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সময় সুমি আক্তারের ছেলে জোবায়ের খান চিৎকার করলে লোকজন জড়ো হলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এই ঘটনায় ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।