ফরিদপুরের ভাঙ্গায় জুলাই বিপ্লবকে পুনর্জাগরণের লক্ষ্যে সারা দেশের সাথে  লাখো  কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে  উপজেলা সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী,পাট কর্মকর্তা এহসান উল হক, একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, সফটওয়ার প্রকৌশলী রিফাত বিন আতিক, এনসিপি ভাঙ্গা উপজেলার আহবায়ক মোঃ আশরাফ শেখ,সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সমাজকল্যান ও মহিলা ও শিশু  বিষয়ক  মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে  ভাঙ্গা উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এসময় জুলাই বিপ্লব ২০২৪ এর এর নানা ঘটনার সচিত্র প্রতিবেদন আলোকচিত্রের মাধ্যমে  দেখানো হয়। পরে উপস্থিত সকলে জুলাই বিপ্লবকে ধারণ ও লালন করে  সারাদেশের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  লাখো কন্ঠে ভাঙ্গায় একযোগে উন্নত সমাজ গঠনে শপথ গ্রহণ করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।