গাজীপুরের শ্রীপুরে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে তাকওয়া বাস থেকে পড়ে অটোরিকশা চালক নিহতের ঘটনায় সড়ক অবরোধ অবস্থান নিয়ে বিক্ষোভ করে স্বজন ও অটোরিকশা চালকরা।মঙ্গলবার সকাল ৮ টা থেকে সড়কে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা। এ সময় মহা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গতকাল সোমবার রাতে একটি তাকওয়া পরিবহনের হেলপারের সাথে বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয় রিটন মিয়া নামের এক অটোরিকশা চালকের। কথা কাটাকাটির সময় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে মৃত্যু হয়। এ ঘটনায় চালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপদ যান চলাচলের দাবি জানান।