রোজ শুক্রবার  ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ  ইইই ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত "ভিডিও কম্পিটিশন ২০২৪" এর গ্র্যান্ড ফাইনালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুস্থানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, সম্মানিত ট্রেজারার স্যার, শ্রদ্ধেয় রেজিস্ট্রার স্যার সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডঃ ইঞ্জিনিয়ার মোঃ হযরত আলী স্যার। 

বিজ্ঞ বিচারকমণ্ডলীর নিরপেক্ষ বিচারকার্যের মাধ্যমের সেরা ১০ ভিডিও থেকে শীর্ষ ৩ টি ভিডিও নির্বাচন করা হয়। ভিডিও সাবমিশন নং E000016 ২য় রানার-আপ, ভিডিও সাবমিশন নং E000020 ১ম রানার-আপ এবং ভিডিও সাবমিশন নং E000015 চ্যাম্পিয়ান এর খেতাব অর্জন করে। 

"ভিডিও কম্পিটিশন ২০২৪" নিঃসন্দেহে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের এক অনন্য প্লাটফর্ম। ডিপার্টমেন্ট অব ইইই এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।