বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেন , দুই একটি দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করতে চায়।

তারা নির্বাচন চায় না। দেশের ১২ কোটি মানুষ পিআর পদ্ধতি বুঝে না, আমিও বুঝিনা। এ পদ্ধতিতে কে এমপি হবে জনগণও জানে না, আমিও জানি না।তাই এ কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এ ধরনের কথা বলা তাদের সাথে বেইমানি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে সখিপুর  উপজেলা,পৌর  বিএনপি ও এর অঙ্গ  সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী তালতলা চত্বরের পথসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর এক বিশাল বিজয় শোভাযাত্রা  বের হয়। বিজয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গার্লস স্কুলে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাধারণ  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.বাসেত মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার  ও আমজাদ হোসেন মাস্টার, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদকগণ। জনাব আযম খান বলেন,সকল দলের ঐক্যমত্যের  ভিত্তিতে জুলাই সনদ প্রকাশ করতে হবে। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এবং বিগত ১৭ বছরে ৭ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলা করেছে পতিত সরকার। তিনি বলেন, সংস্কার চলমান  প্রক্রিয়া,সংস্কারের মধ্যেই নির্বাচন হবে, আসলে তারা নির্বাচন চায় না,  সংস্কার প্রক্রিয়া চলমান এর মধ্যেই নির্বাচন হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালে ২০৩০ সালের ভিশন একটি সংস্কার প্রক্রিয়া দিয়েছিলেন, দেশনায়ক তারেক রহমান ২০২২ সালে২৭দফা সংস্কার,এরপর অন্যান্য আন্দোলনরত দল একত্রিত হলে ৩১দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলেন। জনগণকে বিভ্রান্ত না করে নির্বাচনের মাধ্যমে  আমাদেরকে পুনরায় গণতন্ত্রে ফিরে আসতে হবে।