ভুরুঙ্গামারীতে নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকসার ধাক্কায় ফাতেমা বেগম(৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার(২২ মার্চ) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার সোনাহাট স্থলবন্দর মহাসড়কের লক্ষ্মীর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত ফাতেমা বেগম সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের হাবুল মিয়ার স্ত্রী।প্রত্যক্ষ দর্শী ও পারিবারিক সুত্রে জানাগেছে মহাসড়কের অপর পাশে থেকে একজন মানসিক প্রতিবন্ধী পাগলী মহিলা পানি পান করতে চাইলে ফাতেমা পানি নিয়ে পারাপারের সময় সোনাহাট থেকে ভুরুঙ্গামারী গামী অটোরিকশা ধাক্কা দেয়।এতে অটোরিকশার চাকার সাথে কাপড় পেচিয়ে রাস্তায় পরে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসী অটোরিকশা আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করে অটোরিকশা থানায় আনা হয়েছে। নিয়মিত মামলা রুজু করা হবে।