সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন এই প্রতিবাদ কর্মসূচির উদ্দেশ্য হলো সারাূশে,চাঁদাবাজি,সন্ত্রাসী, এসব অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো।
শিক্ষার্থীরা মনে করে, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই ধরনের অপরাধ বন্ধ হওয়া জরুরি। তাদের এই আন্দোলন সমাজে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার বিরুদ্ধে একটি জোরালো কণ্ঠস্বর।১২ জুলাই শনিবার সকাল ১১ টায় তাদের কর্মসূচী শুরু করবে বলে বলেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।