কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং থানায় আইনী সহায়তায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৬ এপ্রিল ) পুলিশ সুপার কুড়িগ্রামের সার্বিক দিক নির্দেশনায় ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে তিলাই, সোনাহাট ও পাইকেরছড়া ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এলাকার সার্বিক নিরাপত্তার বাস্তব চিত্র স্থানীয় জনগণের কাছ থেকে সরাসরি শুনেন বিট পুলিশের দায়িত্বে থাকা থানার উপ-পরিদর্শক গন।
এ সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আরও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এবং চলমান কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা কোন প্রতারকের হাতে পড়ে কেউ যেন আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।