চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এসএসসি-২০২৫ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতএক যুবককে আটক করা হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এসএসসি-২০২৫ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতএক যুবককে আটক করা হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার চানপুর এলাকা থেকে অভিযুক্ত আদিব (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চানপুর এলাকার আবুল কাশেমের ছেলে এবং চট্টগ্রামের এমইএস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 
পুলিশ ও প্রশাসনের বক্তব্য:
- বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, "ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আদিবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলমজানান,"সে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভুয়া প্রশ্নপত্র অর্থের বিনিময়ে বিক্রির চেষ্টা করছিল। মেসেঞ্জার গ্রুপে এ সংক্রান্ত বিজ্ঞাপনও দিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেছে।"
এটি প্রথমবারের মতো নয়—গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার আগে ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনা ঘটছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে এবার একটি প্রতারণার চক্রান্ত ভেস্তে যায়। 
আদিবের বিরুদ্ধে  ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণা মামলা*দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ তার ডিভাইসগুলো তল্লাশি করে আরও সহযোগীদের খুঁজছে।