আকিফা সরকার নামের এক নারীকে নির্মম নির্যাতন ও অমানবিক অত্যাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী ।
আজ বৃহস্পতিবার সকালে জেলার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এসময় লিখিত বক্তব্য ওই নারী জানান, ২০১৭ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ভোলার ফজলে রাব্বি নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ২০২৪ সালের ৯ জানুয়ারি মুসলিম শরীহ হিসেবে তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় রেজিস্ট্রির কথা বললে পারিবারিকভাবে সব করবে বলে আশ্বাস দেয় ফজলে রাব্বি।
পরে আমাকে ৫ লাখ টাকার দেওয়ার জন্য চাপ দেয়। টাকা দিতে ব্যর্থ হলে সে আমাকে রেখে ভোলায় চলে আসে। পরে তার খোঁজে ভোলায় গেলে ফজলে রাব্বি ও তার আত্মীয় স্বজন আমার ওপর নির্যাতন ও অমানবিক অত্যাচার চালায়। এঘটনা ওই নারী ভোলা বিজ্ঞ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।