ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে বদরপুর মাদ্রাসা প্রাঙ্গণে মাদক(গাঁজা) সেবন করার সময় হাতে-নাতে দুজনকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত দুজনকে ৩(তিন)মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন চর রাজিবপুর থানার পশ্চিম মরিচাকান্দি এলাকার মৃত.মোকরম আলীর ছেলে নুর ইসলাম,এবং পশ্চিম বদরপুর এলাকার মৃত.আরফান আলীর ছেলে সাজেদুল ইসলাম(২৪)।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এর নেতৃত্বে চর রাজিবপুর থানা পুলিশের অভিযানে বদরপুর মাদ্রাসা মাঠ থেকে দুই মাদক সেবনকারীকে মাদক সেবন অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩(তিন) মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামীদের জেলখানায় প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।