নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের গাফিলতিতে ভেঙে গেল নিরব নামে এক এইচ এস সি পরীক্ষার্থীর স্বপ্ন । সোমবার এইচ এস সি পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।

প্রতিবেশী এক স্বজনের বাড়িতে বোনের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মৈধাম গ্রামে একটি পাট ক্ষেতে পল্লী বিদ্যুতের ছিড়া  মেইন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিরব গুরুতর আহয় হয়। তাৎক্ষনিক নিরবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কর্ত্যরত চিকিৎসক। নিরব বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের আয়াতুল মিয়ার ছেলে নিরব। নিরব এবার মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার এক স্বজনের বাড়িতে বোনের বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিল নিবর। এ সময় পাট ক্ষেতে থাকা পল্লী বিদ্যুতের ছিড়া  মেইন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিরব গুরুতর আহত হওয়ায় সোমবার তার এইচ এস সি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এ বিষয়ে আহত  নিরবের বাবা আয়াতুল মিয়া বলেন, আমার মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে পাট ক্ষেতে থাকা পল্লী বিদ্যুতের ছিড়া তারে বিদ্যুদায়ীত হয়ে গুরুতর আহত হয়েছে।  আমার ছেলে মদন সরকারি হাজী আব্দুুল আজিজ ডিগ্রি কলেজ থেকে এইচএসি পরীক্ষা দিচ্ছে , সোমবার একটি পরীক্ষায় অংশ নিতে পারেনি নিরব। এখন আমার ছেলে ভবিষ্যৎ কি হবে জানি না।
এ বিষয়ে স্থানীয়  কয়েক জন জানান , দুই তিন দিন আগে থেকে পল্লী বিদ্যুতের এই তারটি পড়ে রয়েছে । এ বিষয়ে পল্লী বিদ্যুতের লোকজনকে অবগত করা হলেও তারা গাফিলতি করেছে। তাদের এমন গাফিলতির কারণেই নিববের এমন অবস্থা হয়েছে ।  
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির  ডি জি এম মোঃ রফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুৎ তারের সাথে চানগাঁও ইউনিয়নে মৈধাম গ্রামের নিরব নামে একজন আহত হয়েছে।  আমরা তার সার্বক্ষণিক  খোঁজ খবর রাখছি। এদিকে বিদ্যুৎ লাইন মেরামত করা হয়েছে ।