আহতরা হলেন, তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।
আহত কাইয়ূম মিয়া বলেন, ' আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসেছিলাম৷ হঠাৎ একটা শিয়াল এসে কিছু বুঝে উঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয় পাড়া প্রতিবেশী ১৭ জনকে কামড়িয়েছে৷ এর পর থেকে আমরা আতংকের মধ্যে আছি।'
বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী জানান, ' বুধবার রাত ১০ টার দিকে শিয়ালের কামড়ে আহত রোগীরা আসে।
আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।'