রোববার (১৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটেছে। পৌর সদরসহ উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় লোকজনের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিদিনের মতো পাঠদান শেষ করে বিদ্যালয়ে তালা দিয়ে বাড়ি ফিরে যায়। পর দিন সকালে মঙ্গলবার বিদ্যালয়ে এসে দরজার তালা কাটা দেখতে পায়। পরে দেখতে পায় বিদ্যালয়ের শ্রেনিকক্ষ ও অফিস কক্ষের মালপত্র চুরি হয়েছে। চুরি হওয়া মালপত্রের মধ্যে রয়েছে একটি প্রজেক্টর, ওজন মাপার যন্ত্র, সাউন্ড বক্স, বেলঘন্টাসহ বিভিন্ন মালপত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি রানী সাহা জানান, আমরা প্রতি দিনের ন্যায় সকল কাজকর্ম শেষে বিদ্যালয়ে তালা দিয়ে চলে আসি। পরদিন স্কুলে গিয়ে দেখি সব তালা কাটা। এমন কি বিদ্যালয়ে ব্যবহৃত প্রজেক্টরসহ সব মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে শিক্ষা কর্মকর্তার নির্দেশে মদন থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা রুবায়াত জনানা, বিষয়টি খুবই দুঃখ জনক। আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি এবং প্রধান শিক্ষককে বলেছি এ ব্যাপারে একটি থানায় সাধারণ ডায়রী করার জন্য।
এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত দেবাংশু জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।