পটুয়াখালীর মহিপুরে মজিবুর রহমান (৩০) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মৎস্যবন্দর আলীপুর বাজারের কালাচানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের মরহুম আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি ওই বাজারে একটি ওয়াকসপের মালিক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার বিকেল ৪টায় দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সাথে। তবে তিনি বেশীরভাগ সময়ে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দুপুরে তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সার্টার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
ব্যবসায়ীর দোকানের আইপি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মজিবার নিজেই দোকানের আড়ার সাথে রশি বেঁধে নিজে আত্মহত্যা করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।
ব্যবসায়ীর দোকানের আইপি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মজিবার নিজেই দোকানের আড়ার সাথে রশি বেঁধে নিজে আত্মহত্যা করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।