মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের (২০১৯-২০) সেশনের শিক্ষার্থী নামিরা হোসেন। অভিযোগ রয়েছে, বংশাল থানার চাংখারপুল এলাকার নাজিমউদ্দীন রোডের আওয়ামী লীগপন্থী বখাটে, মাদকাসক্ত আসিফ (মূসা) ও তার স্ত্রী পিংকি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। হামলার শিকার নামিরা হোসেন জানিয়েছেন, তাকে ব্লেড ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়। হামলাকারীদের আঘাতে তার মুখে গুরুতর জখম হয়েছে। এ ঘটনার পর তিনি নিজ হাতে লিখিত অভিযোগ নিয়ে বংশাল থানায় গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কার্যক্রম চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন নামিরা ও তার পরিবার। এ বিষয়ে তিনি বলেন, “যদি আগামী দিনগুলোতে আমার ওপর আবার হামলা হয় বা আমাদের কিছু হয়ে যায়—এর দায়ভার কে নেবে?” ওই শিক্ষার্থী জুলাই বিপ্লব আন্দোলনে সক্রিয় ছিলেন দাবি করে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সকল সহযোদ্ধা, মানবাধিকার সংগঠন ও বিবেকবান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, তার পাশে দাঁড়ানোর জন্য। ন্যায়বিচার এবং নিরাপত্তার দাবিতে সক্রিয়ভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।