মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে তিন ভাইকে কুপিয়ে হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ
মাদারীপুর:বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় হামলায় গুরুতর আহত হন আরও দুজন। নিহতরা হলেন—আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫), সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল (৩০) ও তাঁদের চাচাতো ভাই পলাশ সরদার। সাইফুল স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঘটনার বিস্তারিত
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি খোয়াজপুর টেকেরহাট এলাকায় বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে সাইফুল ও তাঁর দুই ভাই মসজিদে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেই ঢুকে তাঁদের কুপিয়ে হত্যা করে।
হামলাকারীরা আতাউর ও সাইফুলের বাড়িতেও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
পুলিশ ও চিকিৎসকদের বক্তব্য
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতাউর ও সাইফুলের লাশ উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের মধ্যে পলাশকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক নাহিদা আক্তার জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর জখম রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের আহাজারি ও প্রশাসনের পদক্ষেপ
নিহতদের স্বজনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আতাউরের স্ত্রী মাহমুদা বেগম বলেন, “আমার স্বামী কোনো অপরাধ করেনি, তাকে কেন হত্যা করা হলো?”
অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, "সাইফুল আগে দুই বালু ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছিলেন। এর জেরে প্রতিপক্ষের হামলায় তিন ভাই নিহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।"
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা।