মাদারীপুরে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে ১৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় ইয়াকুর শেখের ঘরের পাশে পুকুর খননের সময় ভেকু মেশিনের মাধ্যমে মূর্তিটি উঠে আসে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
মাদারীপুর সদর থানার ওসি জানান, মূর্তিটি প্রাথমিকভাবে প্রাচীন বলে ধারণা করা হচ্ছে। এটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, বহু বছর আগে ওই স্থানে একটি মন্দির ছিল বলে শোনা যায়। ধারণা করা হচ্ছে, এটি সেই মন্দিরের কোনো পুরাকীর্তি হতে পারে।
উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।