মাদারীপুর সদর হাসপাতাল থেকে এক ৫ মাসের শিশুকে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

চুরি যাওয়া শিশুটির নাম আব্দুর রহমান । তবে জানা গেছে, সে মাদারীপুর সদর উপজেলার মহিষের চর পাকা মসজিদ এলাকার সুমন মুন্সির পুত্র।

শিশুটির পরিবার জানায়, চিকিৎসার জন্য শিশুটিকে সঙ্গে নিয়ে মা শনিবার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আসেন। এ সময় এক অজ্ঞাতপরিচয় নারী শিশুটিকে আদর করার কথা বলে কোলে নেন। এরপর কৌশলে শিশুটিকে নিয়ে হাসপাতাল চত্বরে থাকা একটি অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যান।

এ ঘটনায় হাসপাতাল ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের জন্য তদন্ত ও অনুসন্ধান শুরু হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধারের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।