মাদারীপুর বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। গতকাল মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, বিআরটিএ অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। কর্মকর্তারা ঘুষ ছাড়া কোনো ফাইল নাড়াচাড়া করেন না বলেও অভিযোগ উঠে। 

স্থানীয় এক বাস মালিক বলেন, "গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে গেলে নিয়মিত ঘুষ দিতে হয়। এটা আমাদের জন্য বিরক্তিকর ও অপমানজনক।"

মানববন্ধনে বক্তারা দ্রুত দুর্নীতির তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান। তারা বলেন, যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
 
আগামী তিন কার্যদিবসের মধ্যে মাদারীপুর বিআরটিএ অফিসের দুর্নীতিবাজ প্রত্যাহার করা না হলে বিআরটিএ অফিস ঘেরাও হবে , বলে আল্টিমেটাম দেন বক্তারা

এ বিষয়ে বিআরটিএ মাদারীপুর অফিসের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি