হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। আজ রবিবার (৪ মে) রাত ১২টার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে একদল সেনা সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ডাকাতরা হলো – জাহাঙ্গীর (২৩), পিতা চান্দু মিয়া, গ্রাম শিব জয় নগর, থানা মাধবপুর এবং শিমুল মিয়া (১৯), পিতা শফিক মিয়া, গ্রাম হরিতলা, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় দুইটি মামলা রয়েছে। মামলাগুলোর বিবরণ ১. মাধবপুর থানার মামলা নং-৩, তারিখ- ০৩ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৩, তারিখ- ০৩ জানুয়ারি, ২০২৪; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯। এই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে (চার্জশিট নং-১৭)। ২. মাধবপুর থানার মামলা নং-২৭, তারিখ- ১৪ জুন, ২০২৩; জি আর নং-২৭০, তারিখ- ১৪ জুন, ২০২৩; ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮২/৫০৬ পেনাল কোড, ১৮৬০। এই মামলায়ও তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে (চার্জশিট নং-৪৭২)।
আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই হান্নানের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।