মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয় এক স্থান হতে অন্যত্র স্থানান্তরের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ সকালে ছনকা নদীর তীরে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান মজলিস।
মানববন্ধন উপস্থিত বক্তারা ছনকা উচ্চ বিদ্যালয়টি যথাস্থানে বা চরাঞ্চলে রাখার ও স্থানান্তর না করারা বেশ কয়েকটি কারণ ও যৌক্তিকতা তুলে ধরে বলেন, বিদ্যালয়টি অত্র এলাকার ১৫ টি সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের ও দূর্গম জনগোষ্ঠীর শিক্ষার আলো বিতরণে অগ্রাধিকার পায়। ইতোমধ্যে বিদ্যালয়টি এম,পি, ও ভুক্ত করা হয়েছে। তাছাড়া এই বিদ্যালয়টি এই এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অথচ যেখানে এটিকে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখানে আরও তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সর্বোপরি গুরুত্বপূর্ণ বিষয় হলো নদী ভা্ঙন এলাকায় এই বিদ্যালয়টি নদী গর্ভে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা এখানে নদীর পাড়ে জিও ব্যাগ দ্বারা ভাঙন রোধ করা হয়েছে। বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ সহ সমাধান পোষণ করেন বক্তারা ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান শিপন, সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাকী, সমাজসেবক মোঃ মিজানুর রহমান, ছনকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকা বাসি।